বকুল ফুলে কেমন যেন
বিরহ ঘ্রাণ পাই!
মালা নয় প্রিয়, গোলাপের
জ্বালা দিও তাই!
কাঁটায়, জ্বালায়
তেমন ভয় নেই আমার
সইতে পারি বেশ!
তবু থাকুক প্রেম
বাঁচুক প্রেম
হোক বিরহ নিরুদ্দেশ।