আকাশ থেকে ঘুমের পরি-
এখনই এসো নেমে,
সোনামণিকে ঘুম দিয়ে যাও
কান্না যাক থেমে।
ঘুমের দেশে ফুল বাগানে
সোনামণি করবে খেলা,
সুখরাজ্যে আনন্দে ভাসবে
সোনামণি রাতের বেলা।
কোরোনা দেরি ঘুমের পরি
তাড়তাড়ি কাছে আসো,
মা'র মতো আদর সোহাগে
সোনামণিকে ভালোবাসো।
মায়ের ডাক শুনে পরি
আকাশ থেকে নামে,
সোনামণির কান্না তখন
অমনি গেলো থেমে।
মিস্টি সুরে পরি বলে,
"জেগে থেকোনা আর!
শুভরাত্রি, লক্ষ্মী সোনা,
নাও ঘুম উপহার।"