আমি আসবো, সত্যিই আবার আসবো
আরেকটু সুন্দর তব তোমার মনের মত সাঁজে ।
তুমি থাকবে তো এই নীল আকাশের নীচে
লুকিয়ে রবে নাতো আবার স্বভাবগত লাজে ।
তোমাকে আরও সতেজ আর উর্ব্বর করার আশায়
ঠিকই কিন্তু ছুটে আসবো, কথা দিলাম তোমায় ।
হে বন্ধু থেকো কিন্তু তুমি কেবলই মোর প্রতীক্ষায়
ভালোবাসা রেখো মনে, ভুলো নাকো হেলায় ।
ঘাসফুল হেসে কহে ওহে মেঘ বন্ধু মোর
থাকবো প্রতীক্ষায় তোমার হোক যত প্রহর ।
তুমি বিনে অস্তিত্ব মোর সে তো কল্পনাতীত
তোমার বৃষ্টি দানেই হয় মোর শক্ত ভিত ।
এসো তুমি যখন খুশি, আমিও দিলাম কথা
আগমনে তোমার মেলে দেবো পাপড়ি, ভুলে সব প্রথা ।
ভালোবেসো মোরে পবনে ভেসে এসে দেশে মোর
তোমার তরে রইবে খোলা আমার ঘরের দ্বোর ।