ছলে;
ভেসে যাই আমি
মায়াবী মোহনায়।
জলে;
ডুবে যায়
এক ফালি চাঁদ।
নীল আকাশ;
এলোমেলো কাঁপে
নদীর হাওয়ায়।
উড়াল পাখি'র
দুই পা উপরে,
বেদনায়;
ডানা ঝাপটায়
হায়, হায়!