তবুও জাদুবাস্তবতাময় এই টুকরো জনমে
ক্ষণকালের এক ক্লান্ত ফড়িং আমি!
কখনও কখনও ডানা ভেঙে যায়,
তোমার উপেক্ষার মায়াহীন ঝড়ে।
অথচ শিশির গলে যাওয়া ভোরে-
তুমি নেচে ওঠো ঘাসফুল, আমায় ভুলে!
সূর্য, আলোটুকু তোমাকেই দেয়।
অথৈ অন্ধকার একান্ত আমার হয়ে থাকে।