প্রিয় কবি বন্ধুরা, শ্রেণীমত সালাম, সম্মান এবং শুভেচ্ছা।

কাব্যচর্চা করতে গিয়ে আমার নতুন একধরনের কবিতার কাঠামো প্রতি আকর্ষণ তৈরি হয়েছে। অণু/পরমাণু কবিতার চেয়েও ছোট এই কাঠামোর নামঃ ফুটল্ রাইম (footle ryhme).

কাঠামোটি এ ধরণেরঃ

১. সর্বোচ্চ চার শব্দ বা পর্ব।
২. দুই লাইন বা চরন।
৩. অন্ত্যমিল আবশ্যক এবং
৪.পূর্ণ ভাব।

আমার লেখা কিছু উদাহরণঃ

চুপ, চুপ,
প্রেমে ডুব।

নয় ছয়
জয় নয়।

শীতের সুখ
সূর্যের ময়ূখ।

বিহনে তুমি
হৃদয় মরুভুমি।

অস্ত্র, বোমা
বিবেক কোমা।

ভিন্ন মত
সহ্যে সুপথ।

----------------
কাঠামোটি কেমন লাগলো জানাবেন?