একটি ফুলের প্রেমে পড়েছিলো এক ভ্রমর।
পাগলপ্রায় ভ্রমর উড়ে উড়ে যায়
ফুলের কাছে প্রেম নিবেদনে।
বন্ধুমহল কয়,"আরে বোকা, ও ফুল নয়, আগুন!
বাহ্যিক মাটির দেহ!"
প্রেমিক ভ্রমর কানে নেয় না।
উল্টো ফুলের কানে গানে গানে বলে,
"আগুনপ্রেমে কতো পতঙ্গ পুড়ে হয় ছাই,
তেমনটি হলেও আমি তোমাকেই চাই!"
অতঃপর, ট্রয় নগরী ধ্বংস।
ভ্রমরও অস্তিত্ববিহীন!
-------
কবিতাটি প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।