ইস্...
কে বাজায় বাঁশি, কে দেয় শিস্?
দোয়েলের মতো নেচে নেচে ডাকে
গাছের ডালের মতো জানালার ফাঁকে
চেয়ে চেয়ে দেখি, মন করে আনচান
যন্ত্রণায় মরি মরি, ওগো কালাচাঁন-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্...

ইস্...
কেমন সুর, এ কেমন ডাক?
বুঝি না, বুঝি না, জীবনের বাঁক!
মন চায় উড়ে উড়ে পাখির মতো
পিছে পিছে ঘুরি, পারি আমি যতো
জড়িয়ে থাকি ধরে লতাপাতায়
বাঁশির সুরের টানে প্রাণ যায়-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্...

ইস্...
দূর বনে পাখি ডেকো না আর
এসো ঘরে, লাগে দোহাই আমার
ফুলের বুকে ভীষণ উতলা ঢেউ
তুমি ছাড়া বোঝার আর নেই কেউ!
তোমার সুর আমার ভালোবাসা
তোমার সুর বিনে পদ্মা সর্বনাশা-
যেন সর্বাঙ্গে লেগেছে বিষ!
ইস্ ...