ভাদ্র মাসের সূর্যাগুনে-
হৃদয় পুড়ে 'খই'!
ছুটে আসো, ভালোবাসো,
দাও বৃষ্টির ছোঁয়া, সই।
'তালপাকা' গরম, ভাদ্রে বেরহম-
চরম কষ্টক্লান্ত রই!
চায় মনচাতকে, তোমার পরশে-
একটু সরস হই!
খরায় খরায়- জ্বলে পৃথিবী,
জ্বলে যায় মন ঢের।
এসো, ভাদ্র-বৃষ্টি-প্রেম,
শরৎ স্নিগ্ধতা ফের!