একুশের প্রভাতে শ্রদ্ধায় নত হও যত দিয়ে ফুল বেদীতে বছর-ফিবছর
চেতনার বিস্তার মননে বেড়েছে তত-কখনো ভেবেছ খুলে নিজ নিজ অন্তর?
'একুশ মানে মাথা নত না করা' এমন স্লোগান শুনি নিয়ত মূখে একুশ এলে
অথচ চিত্ত ভৃত্য মোদের, মস্তক করি অবনত! অন্যায়,অবিচার নিয়ে মেনে সকলে!
বায়ান্নোর কৃষ্ণচুড়ার রক্তরঙ, ফাগুনের আগুন হাওয়া, মিছিল, ফেস্টুন, ব্যানার
কি আবেদন ছিলো এসবের? যদি হয় বিকৃত বাংলাভাষীর চেতনার প্রতিনিয়ত বিস্তার!
রাষ্ট্র ভাষা বাংলা ছিলোনা- বাংলা হলো, সংবিধানেও বাংলা হলো যোগ
সর্বক্ষেত্রে বাংলা ব্যবহার এখনো নিশ্চিত হলোনা বরং দিনে দিনে বাড়ছে বিয়োগ!
এখনো হুজুরদের মুখে উর্দু শের, তরুনদের মুখে হিন্দি ঢের, ইংরেজি সব বড়লোকের ঘরে!
প্রত্যাশা কি এই ছিলো? একুশের সব রক্ত-জীবন বলিদান তবে ছিলো কিসের তরে?
সাবধান! বাঙালি, একুশের চেতনার ক্ষয়িষ্ণু ধারা বড় ভয়ানক!
সংস্কৃতির স্বকীয়তা রক্ষা করতে না পারলে হবে অন্যের ক্রীড়াণক!