একলা কবিতা আসবে বলে- কতো রাত জেগে থাকি,
কখনো আসে ভালোবেসে, কখনো দেয় ফাঁকি!
হোক প্রেমের দেবীরূপে অথবা হোক দ্রোহের রুদ্ররূপে-
যদি আসো, যদি ভালোবাসো- তবে সৃষ্টি হয়!
সৃষ্টি হয় সভ্যতার গতি সম্মূখে,
সৃষ্টি হয় খাতায় নতুন পাতা জীবনে।
তুমি আসো, একটু স্পর্শ দাও,কবিতা!
যদিও জানি, স্বতঃস্ফুর্ততা ছাড়া তুমি আসোনা।
তবুও, আমার প্রতীক্ষার প্রহর যতো দ্রুত পারো ভাঙো।
তোমার স্পর্শ বিহীন, আমি অর্থহীন!
আমাকে অর্থবোধক করো...