একটি মেয়েকে আমার প্রেমে ফেলবো বলে-
বাহুতে পড়েছিলাম একটি তাবিজ!
দিন যায়, রাত যায়,
কাজ হলো না!
একদিন তাবিজে আস্থা হারিয়ে-
ভেঙে ফেলি,
বহু চেষ্টা করে উদ্ধার করি এর সংকেতলিপির মানে।
আমি অবাক-
তাবিজে লেখা ছিলো জানা একটি কথা-
"না কাঁদলে নিজের মাও দুধ দেয় না!
অথচ, তুমি ভাবো, তোমার অধিকার বিনা পরিশ্রমে পেয়ে যাবে!"

বুঝতে বাকি থাকলো না-
তারপর থেকে, শ্লোগানকে ভালোবাসতে শিখেছি।
নিজের অধিকারের শ্লোগান।

---------------
ইংরেজি অনুবাদ
---------------
The secret codes of an amulet

To make a girl fall in love with me-
I had taken an amulet in my arm!
Day goes by, night goes by,
No work is done!
One day I lost confidence in the amulet.
Break it down
With much more effort, I try to reveal the meaning of the secret codes.
I am surprised-
The amulet was written by a known proverb-
"No mother breastfeeds her child even if her baby does not cry!
But, you think, your rights will be paid for free!"

Nothing here to doesn't understand-
From then, I learned to love the slogan.
The slogan of my own right.