একটি গল্প শুনবে
গল্পটা আমার আর জনমের
হঠাৎ ইন্দ্রলোকে একদিন ডাক পড়ল আমার
দৈব বাণীতে শুনলাম-ভালোবাসা রাজ্যে করা হয়েছে একটি কুসুম কানন
আর আমাকে তার মালী করে পাঠনো হবে সেথায়
বলা হলো আরও-এক দেবী আছে ঘুমিয়ে-দেখে রেখো
ইন্দ্রপুরের সব কথাই শিরোধার্য ।
আমি মলয় পবনে ভেলা ভাসিয়ে গেলাম সেথায়
একদিন বাগানে হাটছি আর দেখছি-ফুল ভ্রমরের খুনসুটি
হঠাৎ আবার সেই দৈব বাণী
"দেবীকে পেতে চাও?"
বিস্মিত আমি বলি-"হু" ।
তবে সে সাধনা কর শুরু
হ্যাঁ এভাবেই তোমাকে পাবার সাধনাখানি শুরু
সহস্র বছর সাধনার শেষে যেই তুমি বললে
কে গো তুমি পুজারি?
ইন্দ্রলোকে আমার ডাক পড়লো ফের তখনি
ইন্দ্ররাজা বলল আমায়-"যাও ধরায়"
এলাম বটে তবে ভুলতে পারিনি তোমায়
তাই তোমাকেও পাঠালেন তিনি
খুজেছি, ডেকেছি, একা একা তোমায় ভালোবেসেছি
ইন্দ্রকর্তার ইচ্ছায়
আপ্রাণ আরও কিছুদিন সাধনার শেষে
এদিনেই দিলে তুমি ভালোবেসে
মোর পুজোর প্রতিদান ।