১.
ট্রেন্ড | ফুড়ুৎ করে সময় ফড়িং হয়ে উড়ে যায়!
২.
সংগ্রাম | পদতলে ঘাসফুল উঁকি দেয় সূর্যপানে!
৩.
প্যানিক | ম্যাসেঞ্জারে টুং টাং কেঁপে ওঠে বর!
৪.
মৃত্যু | বড়ই পাতায় ঝুলে থাকে মৃত্যুরদল!
৫.
তৃপ্তি | কুয়োর জলেও শ্যাওলা পায় প্রাণ!