বলা যায়, আমার বর্তমান এই হাসিমুখও রক্তে কেনা একাত্তরে!
অবাক হবার কিছু নেই, এই বাংলায় 'বিজয়' না এলে-
হয়তো হাসতেই ভুলে যেতো বাঙালি- জনম জনম ধরে!
বিশ্বাস না হলে-
চেয়ে দেখো পৃথিবীর পরাধীন প্রান্তরে প্রান্তরে,
ওরা হাসতে পারে না!
বলা যায়, তোমার বর্তমান ঐ হাসিমুখও রক্তে কেনা একাত্তরে!
অকৃতজ্ঞ হবার দু:সাহস দেখাও কি করে?
সব পরিস্থিতিতে উচিত হবে-
একাত্তরের বীরদের প্রতি,
            এদেশের প্রতি,
  এদেশের মানুষের প্রতি,
ভালোবাসা রাখো অন্তরজুড়ে।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে,
সব অনুজকেই বুঝতে হবে একাত্তরের এই অনুসিদ্ধান্ত।।
------
কবিতাটি প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণে প্রকাশিত।