এক রুমের বাসা খুঁজছি ভীষণ...
আমি আর আমি থাকবো একা!
আমার সাথে কথা কবো
গান গাইবো,
করবো ঘূর্ণিনাচ।
নিজের সাথে নিজের হবে দেখা,
বলবো মন, বাঁচ।
আনন্দে বাঁচ। ভীষণকরে বাঁচ!