কেউ আমাকে দাওগো এনে
এক জোছনা রাতের চাঁদ,
আমি তাকে ভালোবেসে
হয়ে যাবো উন্মাদ।।
তার কপালে টিপ পড়াবো
কানে পড়াবো দুল,
বর্ষার জলে ভিজে ভিজে
ফুটবে কদম ফুল।
ভ্রমর এসে ফেলবে ভেঙে
তার লাজের বাঁধ।।
তার হাসির টানে ঠোঁটের মাঝে
উঠবে নদীর ঢেউ,
প্রেমের সুরে বাঁধবো যে গান
শুনবে না আর কেউ!
একা থাকার দিন হবে বিলীন
মিটবে মনের সাধ।।
( গানের কবিতা )