বোধহয়, বর্তমানে বিশ্বে-
একবিংশ নয়, এক 'হিংস্র' শতাব্দী চলে!
জনপদে জনপদে-
চলে মানবাধিকার লংঘনের মহোৎসব।
মানুষের পরিচয় ভুলে গেছে মানুষ!
ভুলে গেছে বোধের বিবর্তনে বিবর্তিত হয় জৈবিক কোষ,
সে ধারায় হোমো-সেপিয়েন্সও বিলুপ্ত হতে পারে একদিন!
কি হবে মানুষের পরিচয় সেই দিন?
হৃদয়ে রেখে-
এক 'মানবিক' যুগের অভিপ্রায়,
এখনই সময়,
উন্নত অনুজ প্রজন্ম সৃষ্টির জন্যে,
মানবপ্রেমের মহিম মন্ত্রে,
হিংস্রতাকে জানানো বিদায়।