নদীর জলে নাইতে নেমে ছেলেবেলায়-
ডুব দিয়ে জলের মাঝে- বেঁছে বেঁছে কাঁদা মাটি খোঁজার খেলায়,
যখন সফল হয়েছি- তুলে এনে প্রিয়সব প্রতিমা বানিয়েছি, আনন্দে ভেসেছি।
বয়স্কদের কাছে এসব ছিলো হাস্যকর! সমবয়সী বন্ধুদের কাছে ছিলো প্রতিযোগিতার!
আর আমার চেয়ে ছোটদের কাছে ছিলো স্বপ্ন সম্ভার!
এখন, বয়সের বয়স হয়েছে!
তবুও ডুব দেই আমি, মানুষের মনের নদীতে-
নামতে থাকি জলের গভীরে, গভীর থেকে গভীরে, ভেবে নিয়ত সম্ভাবনাময়,
একটুখানি কাঁদা মাটি- খোঁজে আমার হৃদয়। এখনও মেতে আছি ডুবের খেলায়,
সে মাটি পেলে ইচ্ছে মত প্রতিমা গড়ে- আবারও আনন্দে ভাসবো ভালোবাসায়।