সবকিছুরই দাম বাড়ে হায়
দাম কমে শুধু মানুষের,
তবুও আমাদের গল্প চলে
উন্নয়নের ফানুসের!
দ্রব্যদামে দম যায় যায়
গরীব দুঃখী মানুষের,
তবুও আমাদের গল্প চলে
উন্নয়নের ফানুসের!
সমাধান নাই, নিয়ন্ত্রণ নাই
কোথাও কোন বাজারের,
তবুও আমাদের গল্প চলে
উন্নয়নের ফানুসের!
দাম নিয়ে মশকরার ছলে
উপদেশ দেয় বিকল্পের,
তবুও আমাদের গল্প চলে
উন্নয়নের ফানুসের!
নেতা, জনতা কেউ জানে না
শেষ কোথায় এই দুঃখের,
তবুও আমাদের গল্প চলে
উন্নয়নের ফানুসের!