খোলা দুই চোখে দ্যাখো- বস্তুজগত। দৈহিক গড়ন। ত্বকের বরন। রঙের বাহার। মোহের আহার। শেষের ক্লেশ। অশান্তির রেশ।
খোলা তিন চোখে দ্যাখো- ভাবজগত। মনের শরণ। তন্ত্রের চলন। সাফেদ আকার। নির্মোহ আধার। অশেষ দেশ। শান্তির বেশ।
তিন চোখে দ্যাখো- জগত। ভাবঘরে চোখ বুজে!