সময়ে সময়ে জীবনে কতো ঝড় আসে!
কিছু ঝড় কৃত্রিম, মানুষের সৃষ্টি,
কিছু ঝড় প্রাকৃতিক, রহস্যময়।
কোনটি অজানা উৎসের দমকা হাওয়া,
কোনটি জানা উৎসের আচমকা ধাওয়া!
তবে সব ঝড়েরকাল স্বাভাবিক স্মৃতিতে থাকে কমবেশি,
অবশ্য কিছু স্মৃতি দীর্ঘ হয় আমৃত্যু পর্যন্ত!
জন্মসূত্রে মানুষ কী আশ্চর্য অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত,
ঝড়োস্মৃতি গোপন রেখে মনে
এগিয়ে চলতে জানে
শেষ নিঃশ্বাস পর্যন্ত!
চলমান দীর্ঘ ঝড়োবেলায় প্রার্থনাঃ
"বর্তমান দুঃসময় সবার জীবনে দ্রুত অতীত হয়ে যাক,
এগিয়ে চলা যেন না-থামে কারো!"