ধর্মতলায় গিয়ে দেখি-
সেখানেও আছে বাটপারি,
মিথ্যে কথার পসরা খুলে
চলছে নানান কারবারি!
এই বাজারে আমজনতা
ক্রেতা হয়ে খায় ধকল,
গুরু সাজা বিক্রেতাদের
পণ্যগুলো সব নকল!
এই বাজারে যারাই যায়
টাকা হারায়, বুদ্ধি হারায়।
বাঁচাতে হলে- মানবতা,
এই বাজার দাও বিদায়!