ঢাকা শহরে টাকা ওড়ে, সাথে ওড়ে-
উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার।
এখানে এরূপ, ওড়ে বহুরূপ-
শরীর খেকো উপাদান!
ঢাকা শহরে টাকা ওড়ে, সাথে ওড়ে-
ইনসমনিয়া, ডিপ্রেশন, দুঃখ হতাশার।
এখানে এরূপ, ওড়ে বহুরূপ-
মনোকষ্টের গান!
লোভের ঢাকা'য়-
দেহ ও মন দুটোই খায় টাকায়!