জলগঙ্গায় নাঁচে পদ্মফুল আপন সৌরভে।
কলির বিসর্জনে চাঁদ পূর্ণরূপ যেদিন
কথা ছিল সেদিন হবে বসন্ত আমাদের!
অথচ বিচ্ছেদে ঘূর্ণিরত দেহ এখনও,
ক্লান্তি নামে যখন নুয়ে পড়া
এই মাটির বুকে প্রেম জাগে ভীষণ!
ডাকি তোমাকে, বিরামহীন।
পারিন্দা আমার, নৈঃশব্দ্য আর সহে না পরানে,
প্রবাহিত ঝর্ণার স্রোতে নিভিয়ে দাও-
হৃদয়ে বয়ে বেড়ানো জাহান্নামের আগুন!