লাল ফুল। শাড়ির ভাঁজে লুকানো কোমল মাস্তুল।
কোথা থেকে আসে জল,
কোথায় গিয়ে হয় ফল?
ধ্যাণে জ্ঞানে বোঝে যারা- তারাই মূলত ঋষিকুল!
খালি চোখে-
কামরূপ! শুধু দেহ। খানিক মোহ।
ভ্রমর পাগল অহরহ।
ফলঃ অগ্নিদহ!
ধীর লয়, আত্মাঃ স্থিরময়।
খুঁজে পায়-
সৃষ্টির সাথে স্রষ্টা কীভাবে মিশে রয়! প্রেমরূপে-
কোন কোঠায়? কোন ফুল, ফল হয়- কোন সাধনায়?