ঈশ্বর একা। আমি একা। একাকীত্বে তাই,
বিন্দুমাত্র ভয় নেই, ভয় নেই আমার!
বরং গাঢ় রাতের নিস্তব্ধতায়-
প্রিয়তমা'র মতো ভালোবাসি।
শাড়ির আঁচলে নিশ্চিন্তে লুকিয়ে প্রাণ,
আমি দম নিই। কসমিক প্রেমে-
একা থেকে আরো একা হতে চাই, প্রতিদিন!
------
কবিতাটি দৈনিক স্বদেশ প্রতিদিন এ প্রকাশিত।