ঘড়ির কাঁটায় আঁকা ছকবাধা জীবনে-
শৃঙ্খলা থাকতে পারে, সুখানুভূতি কম!
কর্পোরেট কারাগারে-
নিত্য এক নিয়ম।
সবকিছু ভীষণ রোবটিক!
সভ্যতার যাত্রায়-
কর্মকৌশল বিবর্তনে,
এমন সিনেমা নির্মাণ করে চলেছে মানুষ-
যেখানে দুঃখ'রা স্বাগতিক!
অথচ, উদাসমনে-
প্রকৃতির সাথে মিশে যাওয়া-
এক দুর্দান্ত সুখ। অনুভূতি মহাজাগতিক!