জীবন বাঁচাতে জীবিকার প্রয়োজনে
আটকে আছি দুঃখক্রান্ত শহরে তোমার থেকে বহুদূরে।
কেবল ভার্চুয়াল জগতে তোমার সাথে কথা, দেখা, ভালো লাগে না আর!
তোমার বাস্তব স্পর্শহীনে খা খা মরুভূমি হয়ে আছে হৃদয় আমার।
অস্পষ্ট সুরে তোমাকে ডেকে ডেকে আমার কান্নার গান
পরিবর্তিত বর্তমান পৃথিবী বোঝে না!
করোনার ছোবলে বিধ্বস্ত পৃথিবীতে
বারবার কেবল তোমাকেই মনে পড়ে।
কারণে অকারণে মন চায় ডাকি- "মা, মা, ও মা।"
সর্বরোগের মহাঔষধ, সব কষ্ট বিদায়কারিনী- মায়ের কাছ থেকে দূরে থাকার দুঃখ
বোঝার ক্ষমতা নেই কারো, বোধহয়, সন্তান ছাড়া!
সব প্রাণীর সন্তান এখনও মায়ের কাছেই থাকে,
ব্যতিক্রম মানুষ। আজ মা-সন্তান পরস্পরে বিচ্ছিন্ন!
কী শ্বাসরুদ্ধকর বাঁকরুদ্ধ ঘটনা!
তবে এ কষ্ট নিজের মুখে তোমাকে জানাবো না, মা। কারণ
কথা বলার সময় ফোনের স্ক্রিনে তোমার চোখ থেকে ঝরে পড়া অশ্রুবিন্দু বাড়াতে চাই না আর!
মনে মনে শুধু প্রার্থনা করি,
দূর দূরান্তে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে
ফের সব মা-সন্তানের দেখা হোক, কথা হোক
দ্রুত, বাস্তবে, অসীম আনন্দে, জড়াজড়ি করে!