তোমার পূর্বপুরুষদের কথা ভাবো-
দুঃখ কমে আসবে, পাবে সংগ্রামী শক্তি।
বেশিদিন আগের কথা না!
তোমার পূর্বপুরুষ প্লেগ মোকাবিলা করেছে।
তোমার পূর্বপুরুষ বসন্ত মোকাবিলা করেছে।
মোকাবিলা করেছে কলেরা, যক্ষ্মা।
মোকাবিলা করেছে শত শত ভয়ঙ্কর ভাইরাস, ব্যাকটেরিয়াসহ কতো কতো জীবাণু!
তুমি সাহস রাখো মনে তোমার পূর্ব পুরুষদের মতো।
অবশ্য তাদেরও কিছু কিছু স্বপ্ন ভেঙেছে, কিছু কিছু প্রিয়জন হারিয়েছে!
কিন্তু থেমে যায়নি পথচলা...
সভ্যতা ধ্বংস হতে দেয়নি তারা!
মন বলে, চলমান এ করোনাযুদ্ধে-
তুমিও জিতবে তোমার পূর্বপুরুষদের মতো।