১.
সুযোগ পাইলে –
আমরা হইয়া যাই হাতি,
অন্যকে ভাবি কলাগাছ
চাবাইয়া খাইতে মাতি!
---------------------
২.
সামনে শুভাশিস
পেছনে ফিসফিস!
সামনে গলায় পড়াই- মালা,
পিছনে গালি মারি- হালা!
-----------------------
৩.
সারাদিন ব্যস্ত থাকি
কারে দেব বাঁশ,
অজান্তেই নিজে করি
নিজের সর্বনাশ!
-----------------------
৪.
ছিঁচকে চোরকে মেরে ফেলি,
ডাকাত এলে নমস্কার!
বলি, সবারই আছে বাপের বাপ,
জুলুমেও নিরব থাকি- চমৎকার!
-------------------------
৫.
এবার নিজের কথাও বলি-
উপদেশ দিতে ওস্তাদ ভারি!
নিজের বেলায় খুজি নানা উপায়,
সটকে পড়ি তাড়াতাড়ি!
------------------------