ভেবেছিলাম বেহুলা তোমায়
অথচ মনসা রূপ ধরে
কেটে দিলে হৃদয়,
এখন ভেসে বেড়াই একা
দিক, দিশাহীন
বিরহমুখর কলার ভেলায়!
------
কবিতাটি দৈনিক স্বদেশ প্রতিদিন এ প্রকাশিত।