'মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম'
                     অথবা
'রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম'
এসব জাতির বদনাম!
                      এসব দেশের বদনাম!

এ আর কিছু নয়-
       এক নির্বুদ্ধিতার চক্র,
এদের চিন্তা পরাধীন,
         চেতনা সর্বদা বক্র!
নির্মোহভাবে দায়িত্ব পালনে-
         যদি হয় কেউ ব্যর্থ,
ভাবতে হবে- দুর্জন তাকে,
     চিন্তার জগত তার নষ্ট!

                                      সুচিন্তায়-
                                ‘চিন্তার বিজয়’
                     আসুক সোনার বাংলায়।।