প্রজাপতির ডানায় লেগেছে আগুন, 
ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!
এমন যন্ত্রণা কেন দাও, ও দখিনা হাওয়া।
এমনকরে বুক কাঁপাও কেন কোকিলের গান?
কেন ফুটলে ফুল, এতটা রঙিন; 
                           ঐ সবুজের ডালে?
আমি তো মরে যাই, 
                  হৃদয়ের কুঞ্জকোণে
কেউ দেয় নাই ঠাই, ভালোবেসে, কোন কালে!
দু' ডানায় দুঃখ আছে জমা। বিরহ বহুগুন;
ছিঃ ছিঃ, ছিঃ ফাগুন!
আমায় পোড়ানো ফাগুন।।