গাঢ় অন্ধকার রাত। হঠাৎ আকাশে ভাসে-
ষোলআনা যৌবনা একখানা চাঁদ। দেখে, বিস্মিত
এক গৃহত্যাগী বাউল। স্পর্শ আহ্বানে ধরে গান।
বাউল হাসে, চাঁদ হাসে।
বাউল হাটে, চাঁদ হাটে।
আপ্লুত মনে- চলে ছেঁউরিয়ার ঘাটে।
অথচ, নদীতে তখন তুমুল ঢেউ!
মন মজে- মোহ মোহনায়।
পাড়ি দেওয়ার আশায়, পা বাড়াতেই-
সঙ্গত কারণে চাঁদ লুকায় ফের। ছলে,
একতারা ভেঙে পড়ে জলে।
একলা বাউল আরও একা হয়ে যায়- তত্ত্বমতে!
-------
কবিতাটি দৈনিক সময়ের আলো পত্রিকায় প্রকাশিত।