ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!
ছায়া-আলোর খেলা নিদর্শন।
আলো যখন তির্যকে পরে-
'দেহ' কম আলো পায়, 'ছায়া' হয় অপেক্ষাকৃত বড়।
অথচ, সরাসরি আলোর নিচে-
'দেহ' প্রায় পূর্ণ আলোকময়, কিন্তু 'ছায়া' ছোট!
জ্ঞানের আলোও তেমন পরে মনের অঙ্গনে।
'আলোকিত মানুষ' তাই, ঠিকই, নিজের 'ক্ষুদ্রতা' রাখে স্মরণে।
বিপরীত বোধে- 'অহম' বড়। মানুষ নয়, আলোও নয়।
ক্ষুদ্রজ্ঞানে, কম আলোয়- কেবল 'ভ্রান্তিরা' বড় হয়!