সেদিন চাঁদ দেখিনু দাড়িয়ে বেলকুনিতে
আকাশে নয় কোন এক বাড়ীর ছাদে
দৃষ্টি সঞ্চারণে মুগ্ধ হয়েছিনু
কিয়দক্ষণে পড়িনু প্রেমে
সে নবমালিকা কুসুমকোমলা' সনে ।
সেদিন থেকে চন্দ্রমূখী অন্তরে করিনু বাসা ।
কহিনু তাহারে একদিন পেয়ে পথের বাটে
কানের কাছে ফিসফিস করে- হে দেবী
কেমনে করিনু পুজা তোমার, কোন জলে নিজেরে করিনু শুচি
চন্দ্রমূখী কহিল, রাম রাম লাজ শরমে মরি
তোমার বাবারে শুধাও গিয়ে, মোর পথ দাও ছাড়ি ।