পূর্ণ চাঁদে-
জল বাড়ে। ছল বাড়ে!
বাড়ে ফুলের ঘ্রাণ।
সাধক ক্ষ্যাপা প্রেমিক হয়।
চাতক পায় প্রাণ।
আর আমি?
ভ্রমের সুরে গাই,
চলো পালায়ে যাই!