আবীররাঙা ক্ষণ শুরু হবার সাথে সাথে,
বছরান্তে, চৈতালি সন্ধ্যায়-
দিগন্ত বিস্তৃত সব নীল মুছে যাক তোমার।
রাতে রাতেই শেষ হোক অন্ধকারকাল!
আসছে নতুন ভোরে, মৌঘ্রানে-
তোমার কপালে ফুটুক সৌভাগ্যের বাহারি ফুল।
বিষন্ন প্রহরসমস্ত, ঝেড়ে ফেলার প্রত্যয়ে,
হৃদয়ে জ্বলুক আরও আরও লাল শিমুল!
অতঃপর সূর্যের ডানা মেলে,
তুমি উড়ে চলো! গেয়ে ওঠো এগিয়ে যাবার গান।
সোনালী পালকে, আগামীর সময়সকল,
হোক তোমার স্বপ্ন সমান- উচ্ছাসে বহমান!