বৃষ্টি ভেজা শরৎ রাত, প্রেমে সজীব।
চলে যায় সূর্য ওঠার কাছাকাছি...
অথচ তুমি এলে না, বদ নছিব।।
বলো, শরতের ক'টি রাত পায় বৃষ্টির আলিঙ্গন,
বলো, বলো, শরতের ক'টি রাত করে শীতলতা চয়ন?
বলো, শরতের ক'টি রাত গায় ঝিরিঝিরি গান,
বলো, বলো, শরতের ক'টি রাত ছড়ায় কামিনীর ঘ্রাণ?
এমন রাত- তুমি, কি করে উপেক্ষা করো?
ভালোবাসায় না-মেতে থাকো! বদ নছিব!