নদীর জলে দিয়ে ডুব, পেতে কান
ভালো লাগে শুনতে বৃষ্টির গান।
ছোট্ট ছোট্ট ডুব আর অল্প অল্প গান
মাততো কৈশরে আনন্দে এই প্রাণ।
হাডুডু,ফুটবল খেলে কতো কাদা মাখামাখি
বন্ধুদের হৈ হুল্লোর হৃদয়ে দিয়েছি রাখি।
এ তো গেল দিনের কথা, রাতের কথা বলি-
টিনের চালে কি মধুর তার নৃত্য-পদাবলী!
তারই মোহে, উথালিয়া প্রেমে মোর মন-
জেগে রইতো ঐ কৈশরে, পারে যতক্ষণ।
ঘুমের পরী নামলে চোখে- বৃষ্টি ভেজা রাতে
ঘুম পড়ানিয়া গান ছিলো সে নৃত্যের সাথে।
এখনও বৃষ্টি হয়! ধরার বুকে আসে রাত দিন–
ফিরতে পারি না আর ঐ কৈশরে! ঐ সময় বিলীন!
ছুটেরে, মন ছুটে, আকাশ মেঘে ঢাকে যখন
ডাকে বৃষ্টি মোরে, ডাকে ঐ কৈশরও তখন!