মুষলধারে ঝরে পড়ছে বৃষ্টি...

শহরের রাস্তায়- যানবাহন সাঁতার কাটে পাল্লায়!
আমরাও ভেসে বেড়াই পাশে পাশে।
না-জানি কে, ড্রেনে পরে উড়ে যায় আকাশে!

ছাদে ঘাস নেই, বৃষ্টিতে ভিজে লাভ নেই কংক্রিটে।
মনের শান্তি শহরতলির নদীতে ডুবে যায়।

ও আশা নেই! ছিটিতে বাজে না হুইসেল!

ভিআইপি, সিআইপি, ভাইরাল আলোচনা শেষে,
গোলটেবিল বৈঠকে আমাদের অধিকার-
পড়ে থাকে বিবিধ এজেন্ডায়!

----------
কবিতাটি দৈনিক সময়ের আলো পত্রিকায় প্রকাশিত।