তুমি হও বৃক্ষের মতো,
ফলজ, ফুলেল, ছায়া-মায়াময়।
আমি ও জাতক আমার, তোমায় জড়িয়ে বাঁচুক!
তোমার সবুজপাতায় সালোকসংশ্লেষণে-
যাপিত জীবন সবার সতেজ থাকুক।
সৌরভে তুমি-
রাখো পৃথিবী ঘ্রাণময়।
ফলজ পরিপক্বতায় তোমার-
সভ্যতা অব্যাহত রয়।
সন্তান কিংবা প্রেমিক অথবা সভ্যতা
প্রাণবন্ত অপরূপ।
যদি হও মানবী তুমি-
বৃক্ষ প্রতিরূপ!