আকাশ ছেয়ে মেঘ আর বরষা এলো যে ধরিয়া
এমনি মধুর লগনে এ কোন দেবী এলো মোর ঘরে
ক্ষমা চাহি, নাই যে মোর কিছু- বলি তোমার তরে
কি দিয়া নেব আমি ওগো তোমায় বরিয়া !
এই দেখ দেবী কদম এনেছি, এনেছি ফোটে ফুল বরষায় যত
মেঘের কাছে অঝোর বৃষ্টি চেয়েছি, চেয়েছি সারা রাত সে সুর
হৃদয়ে অফুরন্ত ভালোবাসা এনেছি, হারিয়ে যেতে বহুদুর
এসো তবে মোর কাছে- এক হই আমি, তুমি আর বর্ষা - রবে দুরে আর কত ?