হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
টাকা হবে কোটি কোটি,
বাড়ি হবে ভুরি ভুরি,
গাড়ি, নারী কুড়ি কুড়ি
সবই হবে চমৎকার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
ক্ষমতা বেশি স্যারের চেয়ে-
চোটপাঠ, ঠ্যালা ভীষণ তার!
নিয়োগ, বদলি, দুর্নীতি, টেন্ডার-
মিলবে কমিশন, পার্সেন্ট হার।
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
দেশের কথা, দশের কথা-
সে ভাবনা করে না স্যার!
ড্রাইভার আর করবে কি?
ভাগ নেয়টা মূল ব্যাপার!
হলে বড় স্যারের ড্রাইভার,
আর কিছু নেই দরকার!
সময় বলে, চলতে থাকো-
হিসাব হবে একদিন ঠিক,
থাকবে না পাশে কেউ তখন,
ছুটবে তুমি দিক বিদিক!
থাকতে সময় এখনই সবাই-
সুপথে ফিরে আসো আবার।
হলে বড় স্যারের ড্রাইভার,
সৎ থাকাটা খুব দরকার!