আত্মকেন্দ্রিক চিন্তায় জমাট বন্ধ কপাট- যাক, খুলে যাক,
ঘরে বাইরে সবার তরে ভালোবাসায় বাজুক সব জয় ঢাক ।
কদমে কদমে চলার পথে ছন্দ তালে পদ যুগল সবার চলুক,
একটিই পৃথিবী বাসযোগ্য রাখতে সবার হাতে মশাল জ্বলুক ।
মানুষের যাতনায় যেন না কাঁদে মানুষ জগৎ মাঝে আর,
মানুষ হিসেবে করতে কি পারেনা মানুষ এতটুকু অঙ্গীকার !
‘আমি’ কেন্দ্রিক সুখ খোজার চেয়ে বহুবচনে খোজ সুখের পথ
তবেই দুখের দিন হবেই বিলীন - একসাথে চলবে সবার জয় রথ ।