এ
আমি
অথবা
এই আমার
প্রিয় বাংলাদেশ।
অস্তিত্ব আমার যেভাবে:
ভাষা আন্দোলন: স্বপ্ন বীজ স্বাধীনতার।
যুক্তফ্রন্ট নির্বাচন: স্বপ্ন বীজ অঙ্কুরোদগম ঝংকার।
ছাপান্নোর শাসনতন্ত্র আন্দোলন: স্বপ্নের চারা গাছের শিকড় গড়া শক্ত করে।
বাষট্টির শিক্ষা আন্দোলন: আলোকমূখী অভিযাত্রায় বিস্তার সবুজ ডাল-পালার সম্মুখ সমরে।
ছিষট্টির ছয় দফা আন্দোলন: বিশ্ব কাঁপিয়ে, হাঁক হাকিয়ে, সবুজ গাছের শক্তি স্বকীয়তার জানান দেয়া হুংকারে।
উনসত্তরে গণ-অভ্যূত্থান: সতেজ মাখা সবুজ গাছে লাল ফুলের কাঙ্খিত স্বাধীনতার মুকুল আসে, স্বমহিমায় উঁচু নিজ শিড়স্ত্রাণ।
একাত্তরে মুক্তিযুদ্ধ: সবুজ গাছে লাল ফুল শোভিত হলো, মুক্তিযুদ্ধে বিজয় এলো- স্বাধীনতা, নতুন মানচিত্র, বাংলাদেশ, আমার অস্তিত্ব বহমান।
----------
কবিতাটির গঠন সম্পর্কিত তথ্য-
বিদ্র: লাইনগুলো মিডল এলাইনমেন্ট করলে প্রায় স্মৃতিসৌধের মতো দেখা যাবে।