নীড়হারা পাখিদের সাথে,
বিরহের উৎসবে শামিল হবো বলে-
রাত জেগে থাকি, একা!
ধীরে ধীরে রাত, একাকীত্বের স্পর্শে-
উত্তেজিত হয়! আসে জোনাকির দল।
পাখিরা জলসা বসায় আমার ঘরে।
বিধবা নারীর মতো নিজেকে ভেঙেচুরে-
সময় গভীর হয়। তারপর,
গাঢ় আঁধারে, দুঃখতমা'র হাতে-
শরাব পানে তুমুল মাতাল হই আমি!
-------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।