নিয়ত বিরহের আগুনে পুড়ে হৃদয় হয়- কয়লা,
নয়নের জলে মিশে- কালি!
রাতজাগা পাখির পালকে-
বেদনার আঁচড়ে, মধ্যরাত্রির নির্জন প্রহরে,
নিস্তব্ধতামাখা কালের ক্যানভাসে আঁকি-
বিরহের কবিতা আমার!
মহাবৈশ্বিক স্মৃতি ভাণ্ডারে-
পাতায় পাতায় সঞ্চিত করে সাজাই বই,
কেউ পড়ে কিনা- আজ অবধি জানতে পারি নি!
বিরহের চিত্রলিপিঃ জগতের সবচে' দুর্বোধ্য কবিতার ক্যানভাস।