বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।
শান্তিতে সংগ্রামে আমার বাংলাদেশ।
এখানে সূর্য ওঠে
রক্তিম সাহস নিয়ে,
এখানে সূর্য ডোবে
লাল সালাম দিয়ে!
সাহস আর ভালোবাসায়
এগিয়ে চলছি বেশ।
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।।
বায়ান্নোর ভাষা আন্দোলন
হৃদয়ে রয়েছে গাঁথা
একাত্তরে রক্তে কেনা
আমরা স্বাধীনতা।
নব্বইয়ে গণতন্ত্র
আর চব্বিশে সুশাসন
বীরের সাথে বীরের বেশে
আমাদের বন্ধন।
তোমরা সবাই তাঁকিয়ে দেখো
আমরা অনিঃশেষ!
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।।
ভয় পাই না, জয় করে যাই
আমরা যেটা চাই!
মানবাধিকারের উজ্জ্বল পতাকা
আমাদের হাতে তাই!
বিশ্বকল্যানে আমরাই সেরা
অবাক সকল দেশ!
বিপ্লবে বিস্ময়ে আমার বাংলাদেশ।
শান্তিতে সংগ্রামে আমার বাংলাদেশ।।